ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়যাত্রা টেলিভিশন-এর ডিজিটাল স্টুডিও উদ্বোধন শুক্রবার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩০, ১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

`সত্যের পথে অবিরাম যাত্রা` এই স্লোগানকে ধারণ করে আসছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘জয়যাত্রা’। টেলিভিশনটি ইতোমধ্যে টেস্ট ট্রান্সমিশন (Test Transmission) শুরু করেছে। দেশের সকল খবর, শিক্ষা, সচেতনতা ও বিনোদনের চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাঙালিদের মধ্যে যোগাযোগ স্থাপনেও জয়যাত্রা টেলিভিশন কাজ করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী হেলেনা জাহাঙ্গীর।

ইতোমধ্যে রাজধানীর ২৬, ইস্কাটন রোড (৩য় তলা) একটি ডিজিটাল স্টুডিও স্থাপন করা হয়েছে। আগামী ৩ আগস্ট শুক্রবার বিকেল চারটায় অফিস উদ্বোধন হবে বলে জানিয়েছেন জয়যাত্রা টেলিভিশনের স্বত্ত্বাধিকারী হেলেনা জাহাঙ্গীর।  

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সকল সাহিত্যিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, কলা কুশলীবর্গ উপস্থিত থাকবেন বলে জানা যায়। অনুষ্ঠানটি প্রচারে সহযোগিতার জন্য সকল গণমাধ্যমে কর্মরত দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন টেলিভিশনের স্বত্ত্বাধিকারী হেলেনা জাহাঙ্গীর।

আআ/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি